স্বপ্নপুরী শিক্ষা সফর ০৩ মার্চ ২০১৯

শাইলট্টি রাইগ্রাম উচ্চ বিদ্যালয়  থেকে আমার সব বন্ধুবান্ধব এবং শিক্ষরা সবাই মিলে শিক্ষা সফর গেয়েলাম। স্বপ্নপুরীতে   যে দিন গুলু এখনো আমার বারবার মনে পড়ে সেই দিন।
 
  বাস থেকে নিমেই পাকটা উঠানে হয় স্বপ্নপুরীতে

আমাদের ক্লাসে কিছু মেয়ের পিক এবং পরিক্ষিত স্যার